Wednesday, November 2, 2011

Final result of 30th BCS 2011 part-1

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়
পুরাতন বিমান বন্দর ভবন
তেজগাঁও, ঢাকা-১২১৫
প্রেস বিজ্ঞপ্তি
নং- ‘৮০’.২০০.০৬৪.০০.০০.০০৪.২০১১-২১৭ তারিখঃ ০২/১১/২০১১খ্রিঃ
সংশিষ্ট সকলের অবগতির জন্য জানানো যা"েছ যে, ৩০ তম বিসিএস পরীক্ষার মোট আবেদনকারীর সংখ্যা ছিল ১৪৭৩৯৫ জন প্রিলিমিনারী টেষ্ট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মোট ৯০৫৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় ডাকা হয় ২০/০৬/২০১১ তারিখ থেকে ২১/০৯/২০১১ তারিখ পর্যন- অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় ৮৬৪০ জন প্রার্থী উপসি' ছিলেন লিখিত এবং মৌখিক উভয় পরীক্ষায় মোট ৫৮১০ জন প্রার্থী কৃতকার্য হন
লিখিত মৌখিক উভয় পরীক্ষায় কৃতকার্য হলেও শূন্য পদের সংখ্যা কম হওয়ায় উত্তীর্ণ সকল প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা সম্ভব হয়নি পদের স্বল্পতার কারণে উত্তীর্ণ যেসব প্রার্থীকে বিসিএস ক্যাডারে সুপারিশ করা সম্ভব হয়নি, তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ১০/০৫/২০১০ তারিখে জারিকৃতনন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০অনুযায়ী ১ম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগের লক্ষ্যে প্রচেষ্টা গ্রহণ করা হবে; তবে নিয়োগের কোন নিশ্চয়তা দেয়া "েছ না ব্যাপারে পরবর্তীতে পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে বিস-ারিত জানানো হবে লিখিত মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ এমন ৫৮১০ জন প্রার্থীর রেজিঃ নম্বর (মেধার ভিত্তিতে নয়) নিুে দেয়া হলো

000071  - 059981
Final result of 30th BCS 2011 part-2



উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২৩৬৭ জনকে ৩০ তম বিসিএস-এর বিভিনড়ব ক্যাডারে নিয়োগের জন্য কমিশন সাময়িকভাবে (চৎড়ারংরড়হধষষু) সুপারিশ করেছে সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীদের রেজিঃ নম্বর, ক্যাডার/পদভিত্তিক মেধা এবং প্রাধিকার কোটা অনুযায়ী নিুে দেয়া হলো
 

Final result of 30th BCS 2011 part-5

No comments:

Post a Comment

Uploaded with